হিন্দু বাঙালিদের মুসলমান পদবি
মধ্যযুগে অবিভক্ত বাংলার মুসলমান শাসকরা অর্থাৎ গৌড়ের সুলতান, মুঘল সুবেদার এবং মুর্শিদাবাদের নবাবরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালিদেরকেই সম্মানজনক সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। যে সুযোগ আগে অর্থাৎ সেন আমলে শুধুমাত্র উচ্চবর্ণের জন্য নির্ধারিত ছিল। নিম্ন বর্ণের মানুষদের না ছিল কোন সম্মানজনক পেশা, না ছিল কোন সামাজিক মর্যাদা। মুসলমান শাসনামলে অসংখ্য হিন্দু…
